বাগেরহাটে অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:১১ পিএম, ২২ জুলাই ২০১৬

বাগেরহাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জাতীয় ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল-১৬ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলের ফাইনাল ম্যাচে বাগেরহাট আর্দশ বিদ্যালয়কে হারিয়ে দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

সকালে বাগেরহাট শহরের ৪টি বিদ্যালয়ের খুদে ক্রিকেটারদের অংশগ্রহণে জেলা পর্যায়ের ক্রিকেট কার্নিভালের উদ্ধোধন করেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক  মো. শফিকুল ইসলাম।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহম্মেদের সভাপতিত্বে দিনব্যাপী এই ক্রিকেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী বাবু, ক্রিকেট কার্নিভালের আহবায়ক সরদার ওমার ফারুক, জেলা ক্রিকেট কোচ শংকর পাল প্রমুখ।   

অংশগ্রহণকারী প্রতিটি দলকে জাতীয় ক্রিকেট বোর্ডের পোশাক, ক্যাপ ও সনদ প্রদান করা হয়।

শওকত আলী বাবু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।