মহেশপুরে সন্ত্রাসীদের গুলিতে বাবা-ছেলে আহত
ঝিনাইদহের মহেশপুরে সন্ত্রাসীদের গুলিতে বাবা ও ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন, মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের রড় সিমেন্ট ব্যবসায়ী মিজানুর সরকার (৫৫) ও তার ছেলে অভি (২৬)।তাদের আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আহতরা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তারা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশপুর থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন জানান, জমাজমি নিয়ে শত্রুতার কারণে তার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।