ডুবে যাওয়ার দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নীলফামারীর ডিমলায় ডুবে যাওয়ার দুই দিন পর নাউতরা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের ৩ বছরের ছেলে রিফাত খেলতে গিয়ে বাড়ি সংলগ্ন নাউতরা নদীতে পড়ে যায়। নদীতে স্রােত বেশি থাকায় স্থানীয় জেলেরা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
কিন্তু প্রবল স্রােতের কারণে তখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি।পরে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শিশুটির মরদেহ নাউতরা নদীর ধারে একটি বাঁশের ঝোপে আটকে যায়।
নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, শিশুটির মরদেহ নাউতরা নদীর ধার থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/এমএস