নীলফামারীতে শিবির কর্মীসহ গ্রেফতার ১১
নীলফামারীতে শিবির কর্মীসহ বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিবির কর্মী জেলার জলঢাকা উপজেলার কাঠালী গ্রামের মন্ডল মাহমুদের ছেলে সিরাজুল ইসলাম (৩৭)। অন্যরা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সূত্র ১১ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার ১১ আসামির সবাই আদালতের ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলায় তাদের নামে র্চাজশিট প্রদান করা হয়েছে। কিন্তু এসব আসামিরা র্দীঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও চুরি ডাকাতি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস