নীলফামারীতে দুই জেএমবি গ্রেফতার
নীলফামারীতে হত্যা মিশনের সঙ্গে জড়িত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়াগড় গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে একরামুল হক (৫০) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামের মৃত নূর আলম প্রধানের ছেলে নূর মো. আরেফিন (২৭)।
এদের মধ্যে একরামুলকে খানসামার কাজীরহাট বাজার হতে ও নুর মোঃ আরেফিনকে দেবীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়।
নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি বাবুল আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গিগোষ্ঠীর হত্যা ও হামলা মিশনের তারা সক্রিয় সদস্য। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিকালে তাদেরকে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস