নীফামারীতে নারী শ্রমিককে গলাকেটে হত্যা
নীফামারীতে শুক্লা রানী সেন (১৯) নামে এক নারী শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে সদরের সংগলশী ইউনিয়নের বড়সংগলশী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্লা সেন নীলফামারী উত্তরা ইপিজেডের চশমা ও ব্যাগ প্রস্তুতকারী মাজেন বিডি লিমিটেড কোম্পানির নারী শ্রমিক।
শুক্লা পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোঁয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামের যোগেশ চন্দ্র সেনের মেয়ে। শুক্লা ও তার ছোট বোন নিপা (১৮) উত্তরা ইপিজেড সংলগ্ন শাহিনের বাড়িতে অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে মেসে থাকতেন।
শুক্লা রানী সেনের সহকর্মীদের বরাত দিয়ে নীলফামারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জাগো নিউজকে জানান, রোববার সারাদিন সহকর্মীদের সঙ্গে ইপিজেডের কারখানায় কাজ করেন শুক্লা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে সকলে নিজ নিজ মেসে চলে যান। কিন্তু শুক্লা মেসে ফিরেননি।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির, সদর থানার ওসি শাহজাহান পাশা।
ওসি শাহজাহান পাশা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় শুক্লার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
জাহেদুল ইসলাম/এআরএ/পিআর