সরকারি বেতন নিলে জনগণকে সেবা দিতে হবে


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৫ জুলাই ২০১৬

সরকারি বেতন নিলে জনগণকে সেবা দিতে হবে এমন মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, এর ব্যত্যয় ঘটলে সরকারি কর্মকর্তাদের চাকরি ছেড়ে দেয়ার পরামর্শ দেন তিনি।

ঘুষ নিলেই দুর্নীতি হয় না উল্লেখ করে দুদক কমিশনার বলেন, যথাযথভাবে অফিস না করলেও দুর্নীতি হয়। একটি সোনার বাংলা বিনির্মাণে শপথ নেয়ার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের মানচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ দিয়ে গেছেন, সে বাংলাদেশকে আমরা গুটিকয়েক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কাছে ছেড়ে দিতে পারি না।

সোমবার দুপুরে সরকারি সেবা সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যাদি শ্রবণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জলপাহাড় অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Aminul-Islam

এর আগে পদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জলপাহাড়ে গিয়ে শেষ হয়।

ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণ যদি মনে করে আমি দুর্নীতি করবো না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবো না; তবেই যেকোন সরকারি-বেসরকারি কর্মকর্তা দুর্নীতি করতে পারবেন না। জনগণের স্বদিচ্ছায় দুর্নীতির মূলোৎপাটন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

গণশুনানি চলাকালে সেবাপ্রার্থীরা সরাসরি বিভিন্ন সরকারি অফিসে চলমান অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদক কমিশনারের কাছে তুলে ধরেন। এতে স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের চরম অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাহাস করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এসময় দুদকের কমিশনার অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আব্দুল আজিজ ভূঁইয়া, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডা. নিশিথ নন্দী মজুমদার ও দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া।

এর আগে দুদক কমিশনার মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘অর্জুন’ গাছের চারা রোপণ করেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।