প্রতিবাদ করায় বিদ্যালয়ে যেতে পারছে না ছাত্রী


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৫ জুলাই ২০১৬

যৌন হয়রানির প্রতিবাদ করায় বিদ্যালয়ে যেতে পারছে না পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী।

ছাত্রীর বাবার অভিযোগ, স্কুলে যাওয়ার পথে স্থানীয় চিথলিয়া গ্রামের আবাহান শেখের ছেলে আরিফ শেখ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। গত বৃহস্পতিবার ওই ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করলে আরিফ শেখ তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অভিযোগ করেন। কিন্তু এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন ছাত্রীর বাবা।  

গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেন। অভিযোগ দেয়ার পর আরিফ ও তার সহযোগীরা ওই ছাত্রী ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

হাসান মামুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।