ছাত্রী লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর
মেহেরপুরে যাত্রীবাহী বাসে মেহেরপুর সরকারি কলেজের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালায়।
বুধবার বেলা ১১টার দিকে সরকারি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীরা জানায়, মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী কলেজে যাওয়ার জন্য আমঝুপি বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠে। হাফ ভাড়া দেয়া নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে বাসের সুপারভাইজার ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
বিষয়টি কলেজের সহপাঠীদের জানালে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এ ঘটনার বিচার দাবিতে ছাত্র-ছাত্রীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় একটি বাসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী অবরোধের পর পুলিশ সুপার ওই সুপারভাইজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল জানান, প্রায়ই লোকাল বাসে হাফ ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপাররা ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেছে।
আতিকুর রহমান টিটু/এএম/এবিএস