ঝিনাইদহে কলেজছাত্রের আত্মহত্যা


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ জুলাই ২০১৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নয়ন আহম্মেদ (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। বিয়ে মেনে না নেয়ায় বৃহস্পতিবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নয়ন আত্মহত্যা করে।

যশোরের বিসিএমই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বাবা মহেশপুর এসবিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পারিবারিক ঝামেলার করণে নয়ন বৃহস্পতিবার বেলা ১টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন টের পেয়ে নয়নকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।