নেত্রকোনায় নিখোঁজদের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৮ জুলাই ২০১৬

কোনো কিছু না বলে বাড়ি থেকে বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া যুবকদের তালিকা তৈরি করছে নেত্রকোনা জেলা পুলিশ। জেলায় এ পর্যন্ত পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের কাটলী এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে কুরপাড় ভুঁইয়াবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল রাফী (১৩) গত বছরের সালের ২৮ ডিসেম্বর বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। তার আত্মীয় কুরপাড় এলাকার শামীম আহমেদ নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন (জিডি নং ১২৮২)।

শহরের মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার আইয়ূব আলীর পালিতপুত্র আল-আমিন (১১) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে গত ১০ মার্চ নেত্রকোনা মডেল থানায় জিডি করা হয়। (জিডি নং ৪২৪)।

সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র নুরে আলম (২৭) গত ৫ ফেব্রুয়ারি বাড়ি থেকে নেত্রকোনা শহরে আসার পথে নিখোঁজ হয়। তার বাবা ইদ্রিস মিয়া গত ১৮ জুন নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

পূর্বধলা উপজেলার ধোবা হোগলা গ্রামের আব্দুল গণির ছেলে ওয়াসিম মিয়া (২০) গত ৫ এপ্রিল বিদেশ যাওয়ার কথা বলে ঢাকায় গিয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে গত ১২ এপ্রিল আব্দুল গণি পূর্বধলা থানায় একটি জিডি করেছেন। (জিডি নং ৪০৮)।

কেন্দুয়া উপজেলার চরক্ষিদিরপুর গ্রামের আব্দুর রবের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ২০১০ সালের ১৫ ডিসেম্বর ঢাকায় বোনের বাসায় গিয়ে নিখোঁজ হয়। আব্দুর রব গত ১০ জুলাই কেন্দুয়া থানায় জিডি করেন। (জিডি নং ৩৪৪)। সম্প্রতি র‌্যাবের প্রকাশিত ৬৮ জনের তালিকায় ৫৭ নম্বরে এই জাহাঙ্গীরের নামও রয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মোহাম্মদ আবু নাসের সঙ্গে কথা বলা হলে তিনি এ জেলায় পাঁচজন নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে জাগো নিউজকে জানান, নিখোঁজ যুবকদের সম্পর্কে পুলিশ অধিকতর তদন্ত চালাচ্ছে। তারা কোথায় আছে? কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কামাল হোসাইন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।