গাংনীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বজ্রপাতে আয়েমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কালু সেখের স্ত্রী ও মুক্তিযোদ্ধা সদর উদ্দীনের ছেলের বউ।
আয়েমার পরিবার ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার বিকেলে বৃষ্টিপাত শুরু হলে আয়েমা গৃহস্থালীর কাজ করতে উঠানে অবস্থান করছিলেন। এসময় বজ্রপাতে তার দেহের একাংশ পুড়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান টিটু/এআরএ/এমএস