ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত


প্রকাশিত: ০২:১২ এএম, ৩০ জুলাই ২০১৬

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` এক ডাকাত নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালীতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দাবি করেন, সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করার সময় টহল পুলিশ খবর পেয়ে সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা ককটেল ছুড়ে মারে। পুলিশ পরিস্থিতি টের পেয়ে ১০মিনিট ধরে গুলি চালায়। এতে অজ্ঞাতনামা এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। রাতেই নিহত ডাকাতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নেয়া হয়।

তিনি আরো জানান, ডাকাত দলের বাকি সদস্যরা অস্ত্র-গুলি-ককটেলসহ ডাকাতির সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। তবে, ডাকাত দলে কতজন ছিল তা নিশ্চিত করতে পারেননি তিনি।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।