পঞ্চগড়ে পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যু


প্রকাশিত: ১০:৫০ এএম, ৩০ জুলাই ২০১৬

পঞ্চগড় জেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে শহরের ডোকরোপাড়ায় ও দুপুরে জালাসীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডোকরোপাড়ার আশরাফুল ইসলামের শারীরিক প্রতিবন্ধী ছেলে মো. মানিক (১৩) এবং জালাসীপাড়ার মফিজুল ইসলামের দেড় বছরের শিশু মো. রুহান।

স্থানীয়রা জানায়, জালাসীপাড়ার শিশু রুহান বড় ভাইয়ের পেছনে পেছনে বাড়ির পাশের পুকুরের কাছে যায়। কিন্তু বড় ভাই রুহানের দিকে লক্ষ্য করেনি। এরই মধ্যে পাশের পুকুরে পড়ে ডুবে যায় রুহান। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে রুহানের মরদেহ ভেসে ওঠে।

এদিকে শহরের ডোকরোপাড়ার শারীরিক প্রতিবন্ধী মানিক দুপুরে বাড়ির আশপাশে খেলা করছিল। একপর্যায়ে সে পুকুরে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম মাহাবুব উল আলম পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।