ব্যাংক কর্মকর্তার কারসাজি : ব্যবসায়ীর টাকা উত্তোলনে বাধা


প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৩০ জুলাই ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের পাট ও ভুষিমাল ব্যবসায়ী আসাদুজ্জামানের ব্যাংকের জমাকৃত টাকা উত্তোলনে বাধা দিচ্ছেন এক ব্যাংক ম্যানেজার। এ ঘটনায় ব্যবসায়ী আসাদুজ্জামান বাদী হয়ে ঝিনাইদহ সদর সহকারী জজ আদালতে একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, জনতা ব্যাংক মাগুরা কর্পোরেট শাখায় ব্যবসায়ী আসাদুজ্জামানের একটি চলতি হিসাব রয়েছে। ৩৫৪১ নম্বর হিসাবের ওই শাখায় বর্তমানে তিন লাখ ৫১ হাজার ৪শ’ ৩২ টাকা জমা রয়েছে। কিন্তু গত বছরের ২১ অক্টোবর জনতা ব্যাংক কালীগঞ্জ শাখায় ব্যবসায়ী আসাদুজ্জামান তার পাওনাদার জিয়াউর রহমানের নামে দুই লাখ টাকার একটি চেক প্রদান করেন। জিয়াউর রহমান ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকে সিল দিয়ে টাকা দিতে অস্বীকার করেন এবং বিভিন্ন অজুহাতে দিনের পর দিন ঘোরাতে থাকেন।

এ ঘটনার পর ব্যবসায়ী আসাদুজ্জামান মাগুরা শাখায় যোগাযোগ করলে ব্যাংকের সেই সময়ের ফান্ড অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার অবন্তী কুমার সরকার টাকা জমাকৃত টাকা দিতে অস্বীকার করেন।

ব্যাংকের ওই শাখা থেকে তোলা স্টেইটমেন্ট থেকে জানা যায়, ৩৫৪১ নম্বর হিসাবে গত বছরের ১১ অক্টোবর তারিখে টাকা জমা আছে তিন লাখ ৫১ হাজার ৪শ’ ৩২ টাকা। কিন্তু সেই টাকা আজ পর্যন্ত উত্তোলন করতে পারছেন না ব্যবসায়ী আসাদুজ্জামান।

এ বিষয়ে ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, জনতা ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার অবন্তী কুমার সরকার ব্যক্তিগত ক্ষমতার বলে আমার টাকা উত্তোলন করতে দিচ্ছেন না। সেই সাথে কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক ও জড়িত।

তিনি আরো বলেন, দীর্ঘ ৯ মাস আমি টাকা উত্তোলন করতে না পারায় আমার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। বন্ধ হয়ে রয়েছে আমার সকল লেনদেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম অভাবে রয়েছি আমি।

সেই সঙ্গে দ্রুত ব্যাংকের ম্যানেজার অবন্তী কুমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জমাকৃত অর্থ উত্তোলনের দাবি জানান ওই ব্যবসায়ী।

এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা অবন্তী কুমার সরকার বলেন, প্রথমত, আমি এখন আর ওই পদে নেই তারপরও বলি, ওই ব্যবসায়ী ঝিনাইদহ কর্পোরেট শাখা থেকে টাকা বেশি উত্তোলন করেছিল। যে কারণে তার হিসাব থেকে টাকা কর্পোরেট শাখায় স্থানান্তর করেছি। এর বেশি জানতে চাইলে বর্তমান কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।


আহমেদ নাসিম আনসারী/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।