ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসে কর্মবিরতি


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ৩১ জুলাই ২০১৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসে কর্মবিরতি পালন করা হচ্ছে।

রোববার সকাল থেকে ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মচারী, কর্মকর্তারা এ কর্মবিরতি পালন করছেন।

উল্লেখ্য, রোববার রাত ১২টার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানির আওতায় চলে যাবে সরকারের এমন ঘোষণার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

Thakurgaon-Biddut-Office

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর হক জানান, কেন্দ্রীয় নেতাদের দিক-নির্দেশনা মোতাবেক আজ থেকে আমরা কর্মবিরতি পালন করা শুরু করেছি। আমরা কোম্পানির আওতায় কাজ করতে চাই না। তাই আমাদের এই কর্মসূচি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এখন কোথাও কোনো বিদ্যুতের সমস্যা হলে আমরা তা সমাধান করবো না। আমাদের দাবি মেনে না নিলে আমরা কেন্দ্রের আহ্বানে আরো কঠোর কর্মসূচিতে যাবো।

রবিউল এহসান রিপন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।