চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ঠিকাদার গ্রেফতার
খাগড়াছড়িতে চেক প্রতরণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঠিকাদার মো. তাজুল ইসলাম (৬০)কে গ্রেফতার পুলিশ। রোববার বিকেলে শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি থানা পুলিশ।
জানা গেছে, বিভিন্ন সময়ে অনেকের কাছ থেকে ব্যবসার নামে চেক দিয়ে প্রতারণা করে আসছিল ঠিকাদার মো. তাজুল ইসলাম। পরে ভুক্তভোগীরা মামলা করলে আদালত তাকে আদালত তাকে সাজা দেয়। রোববার খাগড়াছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. হান্নানরে নেতৃত্বে পুলিশের একটি দল জেলা সদরের শান্তিনগরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার ক
ওসি তারেক মো. হান্নান বলেন, চেক প্রতারণা মামলায় ঠিকাদার তাজুল ইসলামের দেড় বছরের সাজা হয়েছে। এতোদিন সে পলাতক ছিল।
মুজিবুর রহমান ভুইয়া/আরএস