চাঁদপুরে কাভার্ড ভ্যানে আগুন, আটক ১


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

চাঁদপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে অবরোধকারীদের আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

বুধবার রাত ১০ টার দিকে জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ ঘটনা ঘটে। কভার্ড ভ্যানে থাকা বিভিন্ন স্টেশনারি, আসবাবপত্র ও ক্রোকারিজ সামগ্রীও পুড়ে গেছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জ হয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের (ঢাকা মেট্রো-উ ১৪-১৬৩৬) গাড়ীটি হাজীগঞ্জের বলাখাল এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।

মালামালসহ ভ্যানটি পুরোপুরি ভস্মীভূত হয়। চালক ও সহকারী আগেই নেমে যাওয়ায় রক্ষা পান। অবরোধকারীরা এ সময় ওই সড়কে আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জানান, তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা-ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে পারলেও তার আগেই সব পুড়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।