গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ৯
প্রতীকী ছবি
গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সক্রিয় জামায়াত কর্মী আব্দুল মজিদসহ (৪৫) নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতিরজান গ্রামের দাঙ্গা মামলার আসামি খোকন মিয়া (৪৫), জাহেদুল ইসলাম (৪২), মঞ্জু মিয়াসহ (৪৩) জেলার বিভিন্ন স্থান থেকে আরো ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
অমিত দাশ/এএম/এমএস