গাংনীতে বোমা বিস্ফোরণে চোরাকারবারী আহত
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাহারুল ইসলাম নামে এক চোরাকারবারী আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় নেয়ার পথে বামন্দী বাসস্ট্যান্ডে পুলিশ তাকে আটক করে। আহত সাহারুল ইসলাম সীমান্তবর্তী কাজিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও চিহ্নিত চোরাকারবারী বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে সাহারুল ইসলাম কয়েকজন সঙ্গী নিয়ে বোমা তৈরি করছিল। এক পর্যায়ে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সাহারুলের দুই হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে বোমাঘাতে জখম হয়।
এরপর পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসা না হওয়ায় কুষ্টিয়ায় নেয়ার জন্য গোপনে বামন্দী আখ সেন্টারের কাছে নেয় পরিবারের লোকজন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হেফাজতে তাকে চিকিৎসা দেয়া হবে। বোমা বিস্ফোরণের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আতিকুর রহমান টিটু/এআরএ/এমএস