তিন পার্বত্য জেলায় ১০ আগস্ট সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৩ আগস্ট ২০১৬
ফাইল ছবি

মন্ত্রিসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে আগামী ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সর্বাত্মক হরতাল আহ্বান করেছে পাঁচটি বাঙালি সংগঠন।

মঙ্গলবার পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সরকার কর্তৃক সংশোধন করতে রাজধানীতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য গণপরিষদের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলম খান, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ঢাকা মহানগরের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ মন্ত্রিসভা কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, এ আইন একটি কালো আইন, এই আইনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। ওই কমিশনের সদস্যদের মধ্যে কোনো বাঙালি প্রতিনিধি নেই। কমিশন চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদস্য সচিব নিয়োগে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে থেকে অগ্রাধিকার দেয়া এবং বাকি সদস্যরা নৃ-গোষ্ঠীর সদস্য হতে নিয়োগ দেয়া হবে।

এরপরও যদি সরকার দাবি না মানে তা হলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।