লোহাগড়ায় নির্বাচনী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
লোহগড়া পৌরসভায় নির্বাচনী প্রচারণা চলাকালীন অস্ত্রসহ যুবক ধরা পড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে পুলিশের সঙ্গে এক বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে পৌরসভার কচুবাড়িয়া এলাকায় উজ্জ্বল নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা উজ্জ্বল নামের এক সন্ত্রাসী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফুল ইসলামের সমর্থক।
এ সময় আরেক বিদ্রোহী প্রার্থী আশরাফুলের সমর্থকরা শরীফুলের উপর চড়াও হলে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ শরীফুলকে নিরাপদে পৌঁছে দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আশরাফুলের সমর্থকরা প্রার্থী শরিফুলের ভাই মনিরুলকে থানার সামনে মারধর করে।
এদিকে আশরাফুলের সমর্থক কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান লোকজন নিয়ে লোহাগড়া থানায় প্রবেশ করে উত্তেজনা দেখালে নির্বাচনী দ্বায়িত্বে থাকা পুলিশ চেয়ারম্যান মতিয়ারকে আটক করে লোহাগড়া থানায় নিয়ে মারপিট করে। এসময় থানার বাইরে থাকা আশরাফুলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশের লাঠিচার্জে অন্ততঃ ১৫ জন আহত হন।
সংঘর্ষে লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল, এসআই নাছির ও এসআই মিহির আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
হাফিজুল নিলু/এফএ/এবিএস