ভাঙন রোধে নিজেদের টাকায় বাঁধ


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৫ আগস্ট ২০১৬

প্রখর রোদে মাথায় করে বস্তা নিয়ে ফেলছেন নদীর পাড়ে। তারপরেও কারও এতটুকু ক্লান্তি নেই। কিশোর, তরুণ ও মধ্যবয়সী-কে নেই এই দলে। যেন আনন্দের শ্রম। এই ব্যস্ততা গাইবান্ধার কামারজানী ইউনিয়নের ঘোঘাট গ্রামে। ভাঙন রোধে গ্রামবাসী নিজেদের টাকায় বাঁধ দিচ্ছেন নদীতে।

পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনে ধরনা দিয়ে কোনো কাজ হয়নি। তীব্র ভাঙ্গণে ঘরহারা হচ্ছেন হাজার হাজার মানুষ। অবশেষে নদীর ভাঙ্গন ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগেই আজ ফেলানো হচ্ছে বালুর বস্তা।

শুক্রবার গাইবান্ধার কামারজানী ইউনিয়নের ঘোঘাট গ্রামে কয়েক হাজার বালুর বস্তা ফেলে ভাঙ্গণ ঠেকানোর চেষ্ঠা করেন স্থানীয়রা।

gaibanda

ক্ষুদ্ধ এলকাবাসীরা জানান, ভাঙ্গণ তীব্র হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রতিদিন নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ। ক্ষোভের কথা বলতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক নারী।

তারা জানান, নদী আর একটু ভাঙ্গলেই ব্রহ্মপুত্র বাঁধ ভেঙ্গে যাবে। এতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। গ্রামের লোকজন বাঁধ নির্মাণে আর্থিক ও শারীরিকভাবে অভূতপূর্ব সাড়া দিয়েছে। তবে বাঁধ নির্মাণের সব টাকা গ্রামবাসীর পক্ষে দেয়া সম্ভব নয়। তাই সরকারকে এগিয়ে আসতে হবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।