বিএনপির কেন্দ্রীয় কমিটিতে খালেদা জিয়াসহ ফেনীর ১৫ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৭ আগস্ট ২০১৬

বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ফেনীর ১৫ নেতা স্থান পেয়েছেন। শনিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা দেন।

কমিটিতে চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পউদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টুকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবদীন ভিপিকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে বহাল রয়েছেন রিয়াজ রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ মজুমদার।

নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমদ সহ-দফতর সম্পাদক ও রেহানা আক্তার রানু সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন। এছাড়া সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিকে সদস্য করা হয়েছে। সদস্য পদে বহাল রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ মিস্টার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।

নির্বাহী কমিটির সদস্য পদে যুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপি প্রার্থী তাবিথ মোহাম্মদ আউয়াল, পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান বিপ্লব। এছাড়া কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কাসেম চৌধুরী, মহিলা দল নেত্রী শাহেনা আক্তার শানু সদস্য পদে রয়েছেন।

জহিরুল হক মিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।