ঝিনাইদহে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
ঝিনাইদহ সদর উপজেলার খুলল বেড়বাড়ী গ্রামে বিনা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে পুলিশ তার মরদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্বজনদের অভিযোগ, ১২ বছর আগে বিনা খাতুন প্রেম করে বিয়ে করেন একই গ্রামের ফসিয়ার রহমানকে। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দিতে থাকে স্বামী ফসিয়ার রহমান।
রোববার রাতে বাবার বাড়ি থেকে টাকা না আনায় বিনা খাতুনকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটোস্থল থেকে বিনা খাতুনের মরদেহ উদ্ধার করে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস