হোটেলের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৮ আগস্ট ২০১৬

গোপালগঞ্জে হোটেলের খাবার খেয়ে ৩৫ মাদরাসা শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়েছে। এদের মধ্যে ১৫ শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রম্যমাণ আদালত হোটেল মালিকসহ ওই হোটেলের পাঁচ কর্মচারীকে এক মাসের জেলসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন- জিহাদ, রাকিব, সৌরভ, হাচিবুর, ইসমাইল, আহম্মদ, সাকিব, মো. সেলিম, মোমিনুল, আ. রহিম, শরিফুল, হাবিবুল্লাহ, আরাফাত, করিম ও গোলাম রব্বানী। তারা শহরের আল জামিয়াতুল মোহাম্মাদীয়া কোর্ট মসজিদ মাদরাসা ও এতিম খানার কায়েদা ও কেরাত বিভাগের শিক্ষার্থী।  

এছাড়া এ ঘটনায় সাজাপ্রাপ্তরা হলেন- হোটেল মালিক আরিফুল ইসলাম মন্টু (২৪), হোটেলের কর্মচারী শরিফুল ইসলাম (২২), কাইয়ুম (১৮), লিটন (২৪) ও  সাইফুল (২৮)।
 
জানা গেছে, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় দৈনিক ভোরের বানী পত্রিকার সম্পাদক কমর উদ্দিন খান মাদরাসা শিক্ষার্থীদের সকালের নাস্তা খাওয়ানোর উদ্দেশ্যে রোবাবার রাতে পোস্ট অফিস মোড়ের “রোমাঞ্চ খাবার ঘরে” ১২৫ প্যাকেট খিচুড়ি ও ডিমের অর্ডার দেন। সোমবার সকালে হোটেল থেকে ওই খাবার মাদরাসা শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। খাবার খাওয়ার পর ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ১৫ জন শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
অসুস্থ্য মাদরাসা শিক্ষার্থী গোলাম রব্বানী জানায়, হোটেলের খিচুড়ি-ডিম খাওয়ার পর তাদের তীব্র পেটে ব্যাথা ও বমি শুরু হয়। প্রথম দিকে তারা খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা ওই খাবার খাওয়া থেকে বিরত থাকে।

এদিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুড পয়জনিং থেকে মাদরাসা শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আশা করছি তারা দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।

হুমায়ূন কবীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।