সংঘর্ষের ঘটনায় মদন সরকারি কলেজের ৪ শিক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৮ আগস্ট ২০১৬

নেত্রকোনার মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে বেঞ্চে বসা নিয়ে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

সাময়িক বহিষ্কারকৃতরা হলো- খোকা মিয়া, রাকিব খান, তুহিন মিয়া ও উজ্জ্বল আকন্দ।

কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম জানান, এলাকার মগড়া রনদীর পূর্ব ও পশ্চিম পাড়ের শিক্ষার্থীদের মাঝে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার পূর্বপাড় এলাকার ছাত্র উজ্জ্বল আকন্দের সঙ্গে পশ্চিমপাড় এলাকার ছাত্র আতাউরের হাতাহাতি হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ, অভিভাবক ও শিক্ষকরা মিলে ঘটনাটি মিমাংসা করেন।

এরপর সোমবার সকালে একাদশ শ্রেণিতে বেঞ্চে বসাকে কেন্দ্র করে উজ্জ্বল আকন্দের সঙ্গে সহপাঠী পশ্চিমপাড়ের আবিরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জ্বল কয়েক বন্ধু নিয়ে আবিরকে মারতে যায়। এসময় আবিরের কয়েকজন বন্ধু আবিরের পক্ষ নেয়। এতে দুপক্ষের মধ্যে মারামারি হয়।

পরে কলেজ ক্যাম্পাসে পুলিশ এসে শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। কলেজে শৃঙ্খলা ভঙ্গের কারণে পূর্বপাড় এলাকার চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

কামাল হোসাইন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।