মাদারীপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
মাদারীপুর জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাট ও শিবচর উপজেলা শহর এবং ডাসার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হাবিবুর রহমান, মনির মল্লিক, সোহাগ, ঝুমুর বালা।
মাদারীপুর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের কাওড়াকান্দি ঘাট ও উপজেলা শহরে এবং ডাসার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ কে এম নাসিরুল হক/এএম/পিআর