পূর্বধলায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৯ আগস্ট ২০১৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান তুলাকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার হুগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের মোখলেছ উদ্দিন ফকিরের ছেলে।

আটকরা হলেন- একই এলাকার মুসলেম উদ্দিন, আবুল কাশেম ও বাদশা মিয়া।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তুলা মিয়া সোমবার রাত ১০টার দিকে হুগলা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জাগো নিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কামাল হোসাইন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।