তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে


প্রকাশিত: ০৫:০৪ এএম, ১০ আগস্ট ২০১৬

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। অধিকার বঞ্চিত বাঙালিদের ভূমি অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রামের পাঁচ বাঙালি সংগঠন এ হরতালের ডাক দেয়।

হরতালকে ঘিরে সকাল থেকেই খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে।

হরতালের সমর্থনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে পিকেটিংয়ের খবর নিশ্চিত করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ।

হরতারকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

হরতালকে ঘিরে জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী।

প্রসঙ্গত, গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন- ২০১৬’ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। যে আইনে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতা খর্ব করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।