তিন পার্বত্য জেলায় চলছে দ্বিতীয় দিনের হরতাল


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১১ আগস্ট ২০১৬

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন-২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক পাঁচ বাঙ্গালি সংগঠনের ডাকা দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইনের অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবারও হরতালের ঘোষণা দেয়া হয়।

হরতালে খাগড়াছড়ি জেলা শহরে সীমিত আকারে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেলেও ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা সদরের আভ্যন্তরীণ সড়কেও কোনো যান চলাচল করছে না। খাবারের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি চোখে পড়ার মতো নয়।

Khagrachari 
এদিকে হরতালকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এ সালাহউদ্দিন।

বুধবার হরতাল শেষে সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়ায় বাড়তি ভোগান্তিতে পড়েছে জেলা সদরে আসা পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা। অনেক পর্যটক নৈশকোচে খাগড়াছড়ি এসে তাদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারছেন না।

প্রসঙ্গত, ১ আগস্ট মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন- ২০১৬’ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় এবং মঙ্গলবার (৯ আগস্ট) অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।