হরিণাকুন্ডুতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক


প্রকাশিত: ১১:১৮ পিএম, ১১ আগস্ট ২০১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে র্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` শহিদুল ইসলাম ওরফে পঁচা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত সন্ত্রাসী শহিদুল ইসলাম পঁচা (৪৩) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, জেলার হরিণাকুন্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছিল। এ সময় র্যাবের টহল গাড়ি সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে পঁচা ঘটনাস্থালেই নিহত হন। তবে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
 
তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করে র্যাব। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

আহমেদ নাসিম আনসারী/বিএ/এফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।