ডিগ্রির শিক্ষক দিয়েই চলছে স্নাতকের ক্লাস


প্রকাশিত: ১০:২০ এএম, ১২ আগস্ট ২০১৬

রাঙ্গামাটি সরকারি কলেজে তীব্র শিক্ষক-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। প্রতিটি বিভাগে শিক্ষক সংকটের কারণে ডিগ্রির শিক্ষকদের দিয়েই স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের ক্লাস নেয়া হচ্ছে। স্নাতক প্রতি বিষয়ে সাতজন ও স্নাতকোত্তর প্রতি বিষয়ে ১২ জন করে শিক্ষক থাকার কথা থাকলেও ক্লাস নিতে হচ্ছে ডিগ্রি কোর্সের শিক্ষকদের। ফলে পাঠদান ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে ঘটছে ফল বিপর্যয়।

জানা যায়, শিক্ষকের শূন্যপদ, আবাসন, ছাত্রাবাস, পরিবহন, বিশুদ্ধ পানীয় সংকটসহ নানা সমস্যায় কলেজটি জর্জরিত।

১৯৬৫ সালে রাঙ্গামাটি সদরে স্থাপিত প্রাচীন এই কলেজে কয়েক বছর আগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। কিন্তু অব্যবস্থাপনা ও নানা সমস্যার কারণে আজো মানসম্মত শিক্ষাগ্রহণ নিশ্চিত হয়নি কলেজটিতে।

ঐতিহ্যবাহী এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এমন সংকটের মধ্যেও চালু হয়েছে ইংরেজি, অর্থনীতি, ইতিহাস ও বায়োলজি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স। যদিও শুরুতে বাংলা, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ছিল।

Rangamati
 
শিক্ষক সংকট :
কলেজ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রির পাশাপাশি বর্তমানে স্নাতক ১০ বিষয়ে এবং স্নাতকোত্তর চারটি বিষয়ে পড়ানো হয়। প্রতিটি বিভাগে শিক্ষক সংকটের কারণে ডিগ্রির শিক্ষকদের দিয়েই স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের ক্লাস করানো হচ্ছে। স্নাতক প্রতিটি বিষয়ে সাতজন করে শিক্ষক থাকার কথা থাকলেও ক্লাস নিতে হচ্ছে ডিগ্রি কোর্সের শিক্ষকদের।  

এছাড়া স্নাতকোত্তর প্রতিটি বিষয়ে ১২ করে শিক্ষক থাকার কথা থাকলেও ইসলামি ইতিহাসে বিভাগে দুইজন, রাষ্ট্র বিজ্ঞানে দুইজন, হিসাব বিজ্ঞানে তিনজন এবং ব্যবস্থাপনায় তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। সেই হিসেবে শিক্ষকদের বিপুলসংখ্যক শূন্যপদ থাকলেও পদায়ন দেয়া হচ্ছে না।

বর্তমানে কলেজে কর্মরত আছেন ৫১ জন প্রথম শ্রেণির শিক্ষক। ডিগ্রির জন্য প্রতিটি বিষয়ে চারটি করে এবং প্রাণীবিদ্যায় তিনটি পদ সৃষ্টি হলেও পদায়ন দেয়া হয়নি কাউকে। লাইব্রেরিয়ানসহ তৃতীয় শ্রেণির ৩১টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১৭জন। এমতবস্থায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ফলাফলে বিপর্যয় ঘটছে।

আবাসন সংকট ও যাতায়াতে দুর্ভোগ :
আবাসন সুবিধা না থাকায় দূরের শিক্ষার্থীরা কলেজটিতে ভর্তি হতে চায় না। আবার ভর্তি হলেও ঠিকমতো ক্লাস ও লেখাপড়া করতে পারছে না। কলেজের নির্দিষ্ট বাস না থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলেজ বাসগুলো অকেজো অনেক আগে থেকেই। বর্তমানে ভাড়া বাসে করেই যাতায়াত করতে হয় বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এছাড়া কলেজের সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তার বিঘ্ন ঘটে। বর্তমানে ফ্যাসিলেটিস ডিপার্টমেন্টের মাধ্যমে একদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। নলকুপের ব্যবস্থা না থাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটও রয়েছে কলেজটিতে।

Rangamati

অবকাঠামো সংকট :
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অবকাঠামো সংকট প্রকট হয়ে উঠছে রাঙ্গামাটি সরকারি কলেজে। ঝুঁকিপূর্ণ ভববে চলছে ক্লাস কার্যক্রম। কলেজের প্রধান দু’টি ভবনে অনেক আগেই ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই চুন ও প্লাস্টার খসে পড়ছে।   

কলেজ সূত্র জানায়, ১৯৬৫ সালে কলেজটি প্রতিষ্ঠার পর ১৯৬৯ সালে দুই এবং তিনতলা বিশিষ্ট দু’টি ভবন নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে ভবন দু’টি মেরামত ও সংস্কার করা হয়নি আজো।

কলেজ কর্তৃপক্ষ জানায়, আতঙ্কের মধ্য দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস কার্যক্রম। কখন কি হয় এমন আশঙ্কা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার। ফাটল ধরায় কলেজের ভবনগুলো অনেকটা নড়বড়ে হয়ে আছে। বার বার এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও কোনো সমাধান মেলেনি বলে জানায় কর্তৃপক্ষ।  

শুরুতে ৪শ’ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় আট হাজার শিক্ষার্থী কলেজে লেখাপড়া করছে। গত ৫০ বছরে কোনো নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়নি। যদিও নতুন দুটি ভবনের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। তার মধ্যে একটি একাডেমিক ভবন কাম পরীক্ষা হল। অন্যটি প্রশাসনিক ভবন কাম কম্পিউটার সেন্টার।

এসব বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মফিজ আহমেদ বলেন, সংকটের তো কোনো শেষ নেই। নানামুখি সংকটের মধ্য দিয়েই চলছি। শিক্ষক সংকট নিরসন দরকার। পুরাতন ভবন দু’টি সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণ করা জরুরি। এছাড়া বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের আলাদা ভবন দরকার। ছাত্রাবাস দুটি রয়েছে পরিত্যক্ত অবস্থায়। ১৫ থেকে ১৬ বছর আগে ওই ভবন দু’টি নির্মাণ করা হলেও আবাসনের জন্য কিছুই করা হয়নি। ফলে সেগুলো কোনো কাজে আসেনি। ছাত্রী হোস্টেলটির জরাজীর্ণ অবস্থা। ভবনটি থাকলেও হোস্টেলটির দরজা-জানালাগুলো চুরি হয়ে গেছে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।