ট্রাকের ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু
নাটোরে ট্রাকের ধাক্কায় আলী হোসেন নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শহরের হরিশপুর বাইপাস এলাকার মনোয়ারা পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন সদর উপজেলার বেজপাড়া আমহাটি গ্রামের বাসিন্দা। তিনি হরিশপুর এলাকায় নৈশ প্রহরীর চাকরি করতেন।
পুলিশ জানায়, আলী হোসেন বৃহ্স্পতিবার রাতে হরিশপুর বাইপাস এলাকায় নাইট ডিউটি শেষে সকালে মনোয়ারা পেট্রল পাম্পের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেজাউল করিম রেজা/এআরএ/পিআর