অসুস্থ স্বামীর খাবার পৌঁছাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ আগস্ট ২০১৬

হাসপাতালে ভর্তি অসুস্থ স্বামীর খাবার পৌঁছাতে গিয়ে ঘাতক ট্রেন কেড়ে নিলো স্ত্রীর প্রাণ। শনিবার সকালে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়।

জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের আকতার হোসেন বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রী মিনা বেগম (২৭) বাড়ি থেকে অসুস্থ স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষণহাটী নামক স্থানে রেল লাইন পারাপারের সময় সৈয়দপুর-খুলনাগামী রুপসা একপ্রেস আন্তঃনগর ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।