অটিজম শিশুরা সমাজের বোঝা নয়


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৩ আগস্ট ২০১৬

অটিজম শিশুরা আজ আর সমাজের বুঝা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শনিবার দুপুরে নেত্রকোনা বারহাট্টা উপজেলার রানীগাঁও গ্রামে সমসের উদ্দিন তালুকদার (এসইউটি) অটিজম একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অটিজম আক্রান্তদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেছেন। এখন সঠিক পরিচর্যা আর সামাজিক সচেতনা বৃদ্ধি পেলে অটিজম আক্রান্তরাও দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুল ওয়াহেদ প্রমুখ।

কামাল হোসাইন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।