জঙ্গি দমন না করে ঘরে ফিরব না


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৩ আগস্ট ২০১৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশে কোনো আইএস নেই। উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে জামায়াত-শিবির ও বিএনপি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।

তিনি বলেন, জঙ্গি দমন আন্দোলন অব্যাহত থাকবে। জঙ্গি দমন না করে ঘরে ফিরব না।

শনিবার বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার প্রতিবাদে জেলা কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ।

জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সংসদ সদস্য ছবি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন পণ্ডিত, জেলা যুবলীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকির, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সামছুন্নাহার বিউটি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি প্রমুখ।

কামাল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।