জামালপুরে স্কুলছাত্র হত্যায় ৫ জনের ফাঁসি


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২০ জানুয়ারি ২০১৫

জামালপুরের চাঞ্চল্যকর স্কুল ছাত্র মোঃ শাহজামাল স্বাধীন হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন-  মুসা করিমের ছেলে- ফজলে রাব্বি শিশির ওরফে ফৌজি, আব্বাস আলীর ছেলে- সাদ্দাম, বাদল হোসেনের ছেলে- জাকির, মৃত হেলাল উদ্দিন এর ছেলে সেতু এবং নূর ইসলামের ছেলে- মিরান।

মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোন নিয়ে বাকবিতন্ডার জের ধরে ২০১০ সালের ২৩ মার্চ রাত ১১টার দিকে জামালপুর শহরের বাজারীপাড়া এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে মোঃ শাহজামাল স্বাধীনকে (১৫) আসামীরা বাসা থেকে ডেকে আনে। পরে বাসার সামনে মা ও আশাপাশের লোজনের সামনেই ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে মুর্মুর্ষূ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহত স্বাধীনের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে ফজলে রাব্বি শিশির ওরফে ফৌজি, সাদ্দাম, জাকির, সেতু ও মিরানকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল বাছেদ এজাহারের সকল আসামীকে অভিযুক্ত করে ওই বছরের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দেয়।

আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতের বিচারক মামলার ৫ আসামীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন।

এদিকে ছেলের হত্যায় জড়িত ৫ আসামীর বিরুদ্ধেই ফাঁসির রায় ঘোষণা হওয়ায় সন্তুটি প্রকাশ করেছেন নিহত স্বাধীনের মা শামীমা বেগম ও বাবা সাইফুল ইসলাম।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।