তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনের বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল প্রদর্শন ও সমাবেশ করেছে বাঙালিভিত্তিক স্থানীয় পাঁচটি সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১০টায় তিন পার্বত্য জেলা সদরসহ উপজেলাগুলোতে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ পূর্ব ঘোষিত এ যৌথ কর্মসূচি পালন করে।
সকালে রাঙামাটি শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ সরকার গেজেটে জারির প্রতিবাদে আমাদের যৌথ আন্দোলন জোরদার থাকবে। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না। পাহাড়ের সব জমির মালিক আদিবাসিরা নয়। বাঙালি জনগণও পার্বত্য অঞ্চলে ভূমির মালিক। সরকার পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা দূর করার নামে ভূমি কমিশন আইন সংস্কারের উদ্যোগ নিলেও এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।
তারা জানান, পরবর্তী কর্মসূচি হিসেবে ১৯-২২ আগস্ট তিন পার্বত্য জেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তির সঙ্গে মতবিনিময়, ২৪ আগস্ট তিন পার্বত্য জেলা সদরসহ সবকটি উপজেলা সদরে মশাল/মোমবাতি মিছিল এবং ২৮ আগস্ট তিন পার্বত্য জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানসহ গণপ্রতীক অনশন পালন করা হবে।
এরপর জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
এসময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহম্মদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মো. ইউছুপ ও মো. রাসেল প্রমুখ।
এর আগে একই দাবিতে ১০-১১ আগস্ট দুইদিন ব্যাপী তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর দাবিটির স্বপক্ষে বুধবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গণসংযোগ সহকারে লিফলেট বিলি করে ওই পাঁচটি সংগঠন।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/আরআইপি