আফসানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৮ আগস্ট ২০১৬

ঢাকার সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্রী আফসানা ফেরদৌসীর খুনিদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিকা মল্লিক, অ্যাডভোকেট নাসির, অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার আফসানা ফেরদৌসীকে খুন করে মরদেহ হাসপাতালে রেখে অপরিচিত মোবাইল থেকে তার মাকে ফোন করে জানায় খুনিরা। খবর পেয়ে তার মা ঠাকুরগাঁও থেকে ঢাকার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান। পরে ফেরদৌসীর স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ সনাক্ত করেন।

রোববার আফসানার মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের রুহিয়ায় নিয়ে আসা হয়। নিহত আফসানা ফেরদৌসী রুহিয়া থানার কানিকশালগাঁ গ্রামের আকতার হোসেনের বড় মেয়ে।

এ ঘটনায় ঢাকা কাফরুল থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।