শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেল গাইবান্ধা জেলা প্রশাসন


প্রকাশিত: ১১:০০ এএম, ১৮ আগস্ট ২০১৬

ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে গাইবান্ধা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ গাইবান্ধায় যোগদান করার পর থেকেই প্রশংসনীয় এই উদ্যোগটি গ্রহণ করেন। যার সুফল গাইবান্ধাবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে।

এই কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে গাইবান্ধা জেলা প্রশাসনকে। বাংলাদেশ সরকারের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষরিত এ ব্যাপারে একটি বিশেষ সনদপত্র গাইবান্ধা জেলা প্রশাসনকে প্রদান করা হয়েছে।

ফেসবুকে ডিসি গাইবান্ধা নামে একটি আইডি খোলা হয়েছে। এতে জনগণ তাদের নানা সমস্যা, সঙ্কট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বেআইনি জুয়া-হাউজিসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ জানাতে পারেন। ফেসবুকে প্রদত্ত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সেগুলো তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা স্বল্প সময় ও স্বল্প খরচে দ্রুত নাগরিক সেবা প্রদানে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এই স্বীকৃতি উত্তম চর্চাসমূহকে আরও বেগবান করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

অমিত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।