শতভাগ পাসের তালিকায় রংপুর ক্যাডেট কলেজ


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৮ আগস্ট ২০১৬

এবার এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে রংপুরের কলেজগুলোর মধ্যে শুধুমাত্র ক্যাডেট কলেজ শতভাগ পাস করেছে। এছাড়া শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। বাকি কোনো প্রতিষ্ঠানে শত ভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি।  

রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। এছাড়া শীর্ষ স্থানীয় অন্যান্য কলেজগুলোর মধ্যে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে  ৮৯৮ জন। এ কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৮৪ জন।

Rangpur

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০২ জন। এই কলেজ থেকে ফেল করেছে ৩ জন। রংপুর সরকারি কলেজের এক হাজার ২৯০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।

সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৭৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৩৭ জন। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১৯ জন অংশ নিয়ে পাস করেছে ২১৫ জন। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন এবং কারমাইকেল কলেজের ১০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই বোর্ডে শত ভাগ ফেল করা আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রংপুরের পীরগাছার সাতদরগা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এ কলেজ থেকে ৬ জন পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি।

Rangpur

ফলাফল ঘোষণার পর সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ উল্লাস ও পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

জিতু কবীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।