সমাজ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে হবে


প্রকাশিত: ০২:২২ পিএম, ১৮ আগস্ট ২০১৬

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক নির্মূল করতে হবে। না হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব।

বুধবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুর মালয়েশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশ এক সময় মাদকে সয়লাব ছিল। সে সকল দেশ থেকে মাদক নির্মূল করায় এখন সেগুলি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। তেমনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন, সে রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

একাজে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সকলকে নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো এমপি-মন্ত্রী বা জনপ্রতিনিধি আপনাদের কাজে ব্যাঘাত ঘটাবে না। যদি কেউ কোনো অনৈতিক সুপারিশ করে আপনারা রাখবেন না।

জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আইনজীবী সমিতির সভাপতি সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।