বারহাট্টা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৮ আগস্ট ২০১৬

নেত্রকোনার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহসিন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো, মোহনগঞ্জের কমল মিয়া ও সুমন মিয়া।

জানা গেছে, গত রাতে জেলার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন মিয়া সহযোগি কমল মিয়াকে নিয়ে মোহনগঞ্জ-ধর্মপাশা ব্রিজের উত্তর পার্শ্বে অবস্থান করছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

অন্যদিকে, মোহনগঞ্জের মাইলোরা গ্রামে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে সুমন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে কয়েক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানা পুলিশের ওসি মো মেজবাহ্ উদ্দিন আহম্মেদ ও ধর্মপাশা থানা পুলিশের ওসি মো.গোলাম কিবরিয়া জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় বৃহস্পতিবার দুপুরে বারহাট্টা উপজেলা ছাত্রলীগের কমিটিকে দলীয় নিয়ম নীতি ভঙ্গের কারণ দেখিয়ে বিলুপ্ত ঘোষণা করেছে।

কামাল হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।