কোনো শক্তি বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারবে না
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগস্ট শোকের মাস। শোককে শক্তিতে পরিণত করে দেশকে জঙ্গিমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা দেশকে হায়েনার হাতে তুলে দিয়ে কলঙ্ক লোপন করেছিল। কিন্তু স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে পারেনি এবং পারবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি বিশ্বের অবিস্মরণীয় নেতা। তার আদর্শ ধারণ করতে হবে এ আদর্শই আমাদের এবং আগামী প্রজন্মের প্রেরণা।
শুক্রবার নাটোরের সিংড়ায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী এসময় উপজেলার শতকুরি ও নারায়নপুর গ্রামের ১৫০টি পরিবারের বিদ্যুতায়ন, নাটোর-বগুড়া সড়কে চৌগ্রাম কবরস্থানের সংযোগ সড়কে ব্রিজ উদ্বোধন, বৃক্ষরোপন এবং কান্তনগর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
রেজউল করিম রেজা/এআরএ/এবিএস