ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২২ জানুয়ারি ২০১৫

ফেনীতে পৃথক ট্রাক দুর্ঘটনায় রফিকুল ইসলাম ও মফিজুর রহমান নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ও বুধবার দিবাগত ১২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে য়ায় একটি ট্রাক।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ গুরতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে বুধবার দিবগত রাত ১২টায় ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাকটার মসজিদ এলাকায় মফিজুর রহমানকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত মফিজুর রহমান উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিন মন্দিয়া গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।