জা‌গো নিউ‌জের সহকারী বার্তা সম্পাদ‌কের দাদীর ইন্তেকাল


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২০ আগস্ট ২০১৬

অনলাইন নিউজ‌ পোর্টাল জা‌গো নিউজের সহকারী বার্তা সম্পাদক (কা‌ন্ট্রি ইনচার্জ) মাহাবুর অালম সোহা‌গ ও ইত্তেফা‌কের ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি তানভীর হাসান তানুর দাদী হা‌মিদা বেওয়া ইন্তেকাল ক‌রে‌ছেন (ইন্নালিল্লাহ হে ওয়া ইন্না ইলাহীর রা‌জিউন)।

শ‌নিবার রাত পৌ‌নে ৯টার দি‌কে ঠাকুরগাঁও সদর উপ‌জেলার ৯নং রায়পুর ইউনিয়‌নের নিজ বা‌ড়ি মটরায় ইন্তেকাল ক‌রেন। মৃত্যুকা‌লে মরহু‌মার বয়স হ‌য়ে‌ছিল ৯০ বছর। দীর্ঘ‌দিন ধ‌রে তি‌নি বার্ধক্যজ‌নিত কার‌ণে ভুগ‌ছিলেন।

মরহুমার নামা‌জে জানাজা রোববার বেলা ১১টায় মটরা হাট মাঠ প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত হ‌বে এবং পা‌রিবা‌রিক গোরস্থা‌নে তাকে দাফন করা হ‌বে।

তিনি ৩ ছে‌লে ও মে‌য়ের জননী। ছোট ছে‌লে তোফা‌য়েল হো‌সেন রায়পুর ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি। বড় ছে‌লে তৈয়বুর রহমা‌ন মটরাহাট পোস্ট অ‌ফি‌সের পোস্ট মাস্টার। মেজ ছে‌লে অাবু তা‌হের বি‌জি‌বির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

তার মৃত্যু‌তে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, পৌর মে‌য়র মির্জা ফয়সাল অা‌মিন, জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, অাওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সা‌দেক কুরাইশী সম‌বেদনা জানিয়েছেন।

এছাড়াও ঠাকুরগাঁও‌য়ের সাংবা‌দিক সমাজ গভীর সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।