শ্রীপুর পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
কর্মচারী নিয়োগ ও রাজস্ব আত্মসাতের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম শ্রীপুর থানায় মামলাগুলো দায়ের করেন।
মামলাগুলোর মধ্যে তিনটি কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অপর দুটি মামলায় দুটি বাজার ইজারার ভ্যাট, আয়কর ও জামানত বাবদ রাজস্ব আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রাজস্ব আদায় না করা ও সরকারি কোষাগারে তা জমা না দেওয়ার অভিযোগে মেয়রকে সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
এ মামলায় বাজার ইজারাদার সেলিম মিয়া ও মনিরুজ্জামানকে আলাদাভাবে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন-উল-কাদির জানান, ২০০৯ সনে জিপ চালক পদে হেলাল উদ্দিন, ট্রাক (গার্বেজ) চালক পদে মাঈন উদ্দিন, রোড রোলার চালক পদে নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। দুদকের অনুসন্ধানে এদের প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্স ভুয়া হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ কোনোরকম যাচাই বাছাই না করেই দুর্নীতির আশ্রয় নিয়ে তাদের নিয়োগ প্রদান করেছেন বলে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ওসি জানান, এ ছাড়াও মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজারের ৩৩ হাজার ২৫০ টাকা এবং মাওনা বাজারের ৬ লাখ ২ হাজার ৫০ টাকা সরকারিভাবে রাজস্ব খাতে জমা না দিয়ে রাজস্ব আয়ের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। দুদক দুর্নীতির ওই বিষয়গুলো সংঘটিত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধান করে।
মামলাগুলো দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা তদন্ত করবেন।
-এমএএস