নেত্রকোনায় ব্রয়লার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ


প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ আগস্ট ২০১৬

নেত্রকোনা শহরের নাগড়া বিনোদ ফ্যাক্টরির একটি ধানের ব্রয়লার বিস্ফোরণে অন্তত সাত শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে আমিরুল ইসলাম (৪১) ও জামাল উদ্দিন (২৩) গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকেল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরি চালু অবস্থায় একটি ধানের ব্রয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বয়লারে কর্মরত সাত শ্রমিক দগ্ধ হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, ব্রয়লারটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি আবাসিক বাড়ির ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের জাগো নিউজকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতাবস্থায় দুই শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

কামাল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।