পাহাড় ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
টানা বর্ষণে রাঙামাটি সদরের সাপছড়ি এলাকায় রাস্তার উপর পাহাড় ধসে পড়ায় রোববার রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ৫ ঘণ্টা বন্ধ থাকে। এ ঘটনায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, এ ঘটনায় আটকা পড়েন অসংখ্য যাত্রী। রাঙামাটি ও চট্টগ্রাম ফায়ার সার্ভিস এবং রাঙামাটি সড়ক বিভাগের যৌথ প্রচেষ্টায় ধসে পড়া পাহাড়ের মাটি অপসারণ করে প্রায় পাঁচ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগতে পারে। আপাতত রাস্তার উপর পড়া মাটি কিছুটা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
অন্যদিকে জেলার জুরাছড়ি উপজেলায় ভূমিধসে তিনটি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, টানা বর্ষণ, পাহাড়ী ঢলে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্যার পানিতে বালাঘাটায় বেইলী ব্রিজ তলিয়ে যাওয়ায় পাশাপাশি পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সুশীল প্রসাদ চাকমা/এএম/এবিএস